আল ইনসাফ মডেল মাদরাসায় ২০২৩ইং সেশনে ১ম সাময়িক পরিক্ষার ফলাফল ঘোষণা ও বিজয়ীদের পুরস্কার প্রদান।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
গত ০৬/০৫/২০২৩ইং, বৃহঃপতিবার বিকাল ৪ ঘটিকায় আল ইনসাফ মডেল মাদরাসায় ঘরোয়া পরিবেশে ২০২৩ সেশনের ১ম সাময়িক পরিক্ষায় উত্তীর্ণদের পুরস্কার প্রদান করা হয়। সন্তানতুল্য ছাত্র/ছাত্রীদের পুরস্কার প্রদান করতে টেবিলভর্তি গিফট নিয়ে বসে ছিলেন মাদরাসাটির মুহতামি, শিক্ষাসচিবসহ সকল শিক্ষকবৃন্দ। অতঃপর সকল বিভাগের উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদেরকে পুরস্কার হাতে তুলে দিয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল্পসংখ্যক গার্ডিয়ানসহ মাদরাসাটির মুহতামিম মুফতি শেখ আব্দুল হালিম, নাজিমে তালিমাত মুফতি জহিরুল ইসলাম, জেনারেল সচিব হাফেজ সাব্বির সরকার ও সাধারণ শিক্ষক কারী শাহাদাৎ হোসেনসহ সকল শিক্ষক/শিক্ষিকাগণ।
হিফজুল কোরআন বিভাগে ১ম স্থান অধিকার করেছে মোহা, মাহফুজ বিন জামাল।
২য় স্থান অধিকার করেছে আবু যর বিন আঃ ওয়াহাব।
৩য় স্থান অধিকার করেছে আবু তালহা বিন আতাউর রহমান।
নাজেরা বিভাগে ১ম স্থান অধিকার করেছে মোহা, আবু সিয়াম বিন সায়েদুর রহমান।
২য় স্থান অধিকার করেছে বায়জিদ হুসাইন।
৩য় স্থান অধিকার করেছে যোবাইদ আহমদ।
তৃতীয় শ্রেণীতে ১ম স্থান অধিকার করেছে মোহা, ইবরাহীম।
দ্বিতীয় শ্রেনীতে ১ম স্থান অধিকার করেছে মোহা, রাহাতুল ইসলাম বিন রাজা মিয়া।
২য় স্থান অধিকার করেছে নূরনবী ইসলাম রিপন।
৩য় স্থান অধিকার করেছে যুবায়ের আহমদ।
প্রথম শ্রেণীতে ১ম স্থান অধিকার করেছে মোহা, রিফাত হোসেন।
২য় স্থান অধিকার করেছে আবু ইউসূফ।
৩য় স্থান অধিকার করেছে রাতুল ইসলাম।
শিশু শ্রেণীতে ১ম স্থান অধিকার করেছে মোসা, রাবেয়া আক্তার।
২য় স্থান অধিকার করেছে আলীফ হোসেন।
৩য় স্থান অধিকার করেছে মারুফ হাসান।
বিস্তারিত জানুন👉01947-809717













